Dhaka 10:18 pm, Sunday, 22 December 2024

কুমিল্লায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কুমিল্লা থেকে প্রকাশিত গত ৪ অক্টোবর দৈনিক রূপসী বাংলা ও দৈনিক পূর্বাশা পত্রিকায় প্রকাশিত সংবাদ প্রকাশ্যে ঘুরছে কুমিল্লার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কিলার আল আমিন। ব্যংকলুট ছাত্রদের ওপর গুলিবর্ষনকারী ছিনতাই ও চাঁদাবাজ আল আমিন বাহিনী শীর্ষক সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন কুমিল্লার সংরাইশের ইদু মিয়ার পুত্র আল আমিন ও তার স্ত্রী এবং তার মা । আল আমিনের পক্ষে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আল আমিনের স্ত্রী নুসরাত জাহান সীমা।

৭ অক্টোবর কুমিল্লার একটি হোটেলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তারা সাংবাদিকদের বলেন, প্রকাশিত সংবাদগুলো উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন। আমাদের এলাকার আমাদের প্রতিপক্ষরা আমাদের বিরুদ্ধে শত্রুতা বশতঃ এই ধরণের মিথ্যা তথ্য সমৃদ্ধ সংবাদ সাংবাদিক ও আইনশৃংখলা বাহিনীর কাছে সরবরাহ করছে। পত্রিকার সংবাদে তারা বলছে একটা মেয়েকে চারদিন আটকে রাইখা ধর্ষন করছি পরে আবার মেয়েকে বাড়িতে দিয়ে আসছি। আমি তো এটা করি নাই এধরণের ঘটনা ঘটে নাই ওই মেয়ের নাম পত্রিকায় বলেন নাই। এটো মিথ্যা খবর। তারা আরো বলেছেন ছাতিপট্টি এলাকার কোন দোকানদার নাকি আমাকে নিয়মিত চাঁদা দেয় এটা সম্পূর্ণ মিথ্যা। কারণ দোকানদারের নাম নাই । আমি তো পাঁচ বছর জেলখানায় ছিলাম আর যেই ছবিটা দিয়েছে এই ছবিটা কুমিল্লা জেলার এর কারো ছবি না এইটা অন্য একটা জেলার কোন এক সন্ত্রাসীর ছবি। এই ছবির সাথে আমার কোন মিল নেই , ছবির ব্যক্তির ঘাড় অনেক লম্বা তার গায়ের রংর শ্যামলা আর আমি কালো আর আমি কখনো রাজনীতিতে কোন পদে ছিলামনা এবং বর্তমানেও নেই। কখনো কোন মিটিং মিছিল যাই নাই ।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ে আল আমিন ছাত্রদেকে সহযোগিতা করেছে বলে দাবী করেন তরা। সাংবাদিক সম্মেলনে আরো বক্তব্য রাখেন আল আমিনের মা রুবি বেগম। আরো বক্তব্য রাখেন মারিয়া ইসলাম বিথি,নাজমা বেগম,আয়েশা বেগম।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com

কুমিল্লায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপলোড সময় : 03:14:59 pm, Tuesday, 8 October 2024

কুমিল্লা থেকে প্রকাশিত গত ৪ অক্টোবর দৈনিক রূপসী বাংলা ও দৈনিক পূর্বাশা পত্রিকায় প্রকাশিত সংবাদ প্রকাশ্যে ঘুরছে কুমিল্লার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কিলার আল আমিন। ব্যংকলুট ছাত্রদের ওপর গুলিবর্ষনকারী ছিনতাই ও চাঁদাবাজ আল আমিন বাহিনী শীর্ষক সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন কুমিল্লার সংরাইশের ইদু মিয়ার পুত্র আল আমিন ও তার স্ত্রী এবং তার মা । আল আমিনের পক্ষে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আল আমিনের স্ত্রী নুসরাত জাহান সীমা।

৭ অক্টোবর কুমিল্লার একটি হোটেলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তারা সাংবাদিকদের বলেন, প্রকাশিত সংবাদগুলো উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন। আমাদের এলাকার আমাদের প্রতিপক্ষরা আমাদের বিরুদ্ধে শত্রুতা বশতঃ এই ধরণের মিথ্যা তথ্য সমৃদ্ধ সংবাদ সাংবাদিক ও আইনশৃংখলা বাহিনীর কাছে সরবরাহ করছে। পত্রিকার সংবাদে তারা বলছে একটা মেয়েকে চারদিন আটকে রাইখা ধর্ষন করছি পরে আবার মেয়েকে বাড়িতে দিয়ে আসছি। আমি তো এটা করি নাই এধরণের ঘটনা ঘটে নাই ওই মেয়ের নাম পত্রিকায় বলেন নাই। এটো মিথ্যা খবর। তারা আরো বলেছেন ছাতিপট্টি এলাকার কোন দোকানদার নাকি আমাকে নিয়মিত চাঁদা দেয় এটা সম্পূর্ণ মিথ্যা। কারণ দোকানদারের নাম নাই । আমি তো পাঁচ বছর জেলখানায় ছিলাম আর যেই ছবিটা দিয়েছে এই ছবিটা কুমিল্লা জেলার এর কারো ছবি না এইটা অন্য একটা জেলার কোন এক সন্ত্রাসীর ছবি। এই ছবির সাথে আমার কোন মিল নেই , ছবির ব্যক্তির ঘাড় অনেক লম্বা তার গায়ের রংর শ্যামলা আর আমি কালো আর আমি কখনো রাজনীতিতে কোন পদে ছিলামনা এবং বর্তমানেও নেই। কখনো কোন মিটিং মিছিল যাই নাই ।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ে আল আমিন ছাত্রদেকে সহযোগিতা করেছে বলে দাবী করেন তরা। সাংবাদিক সম্মেলনে আরো বক্তব্য রাখেন আল আমিনের মা রুবি বেগম। আরো বক্তব্য রাখেন মারিয়া ইসলাম বিথি,নাজমা বেগম,আয়েশা বেগম।