কুমিল্লায় পৃথক অভিযানে ৩০০০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২( দুইজন) মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
১০ই জুলাই জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লার একটি চৌকস টিম কুমিল্লা জেলার সকল থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে সদর দক্ষিণ মডেল থানার গলিয়ারা ইউনিয়নের উত্তর সূর্যনগর হতে ২০০০ (দুই হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করেন।
পৃথক একটি অভিযানে ১০ জুলাই রাত জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লার অপর একটি টিম কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানার ডুবাইচর এলাকার নুর মহল কমিউনিটি সেন্টার এর সামনে হতে ১০০০ (এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেন।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো-জেলার সদর দক্ষিণ মডেল থানার গলিয়ারা ইউনিয়ন এলাকার সূর্যনগর গ্রামের ফরিদ মিয়ার ছেলে মোঃ মানিক মিয়া (৩৯)।
ঢাকা জেলার সাভার থানার নন্দের খামার গ্রামের মৃত লেহাজ উদ্দিনের ছেলে
ওয়াশকরণী (৬০)।
উক্ত ঘটনার প্রেক্ষিতে কুমিল্লার সদর দক্ষিণ থানা ও কুমিল্লা বুড়িচং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক দুইটি মামলা রুজু করা হয়।