কুমিল্লায় সদর দক্ষিণ মডেল থানার গলিয়ারা ইউনিয়নে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ২০০০ (দুই হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ মানিক মিয়াকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কুমিল্লার একটি চৌকস টিম।
জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে গত (১০ জুলাই) রাত ০৮:২০ মিনিটের সময় অভিযান চালিয়ে সদর দক্ষিণ মডেল থানার গলিয়ারা ইউনিয়নের উত্তর সূর্যনগর হতে ২০০০ (দুই হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ মানিক মিয়া (৩৯)কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামি মোঃ মানিক মিয়া সদর দক্ষিণ মডেল থানার গলিয়ারা ইউনিয়নের সূর্যনগর গ্রামের ফরিদ মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখা(ডিবি)কুমিল্লার অফিসার ইনচার্জ রাজেশ বড়ুয়া বলেন, গ্রেফতারকৃত আসামী মোঃ মানিক মিয়ার বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ থানায় মাদক মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়েছে।
মাদকের মত সামাজিক ব্যাধির বিরুদ্ধে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কুমিল্লার অভিযান অব্যাহত রয়েছে।