“মানবতার কল্যানে আমরা রক্তদাতা -জয় করিব মানবতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঐতিহ্যবাহী চৌদ্দগ্রামের কালিকাপুর ব্লাড ডোনেশন ক্লাবের অফিস উদ্ভোদন উপলক্ষে কোনআন খতম ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাতা সভাপতি মনজিল হোসাইন মনজুর সার্বিক দিকনির্দেশনায় মেক্স হাসান এর সঞ্চালনায় প্যানেল চেয়ারম্যান মোশাররফ হোসেন লিটন মেম্বার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কালিকাপুর ব্লাড ডোনেশন ক্লাব এর সম্মানিত উপদেষ্টা কালিকাপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান ভিপি মাহবুব হোসাইন মজুমদার বিশেষ অতিথি ফেনী সিটি কলেজ ও কুমিল্লা মহানগর কলেজের চেয়ারম্যান জিয়া মুহাম্মদ শহিদুল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সদস্য শাহ রিয়াজ মজুমদার জুয়েল, জাকির মেম্বার, সাবেক মেম্বার বাহার, মোস্তফা কামাল, ধর্মপুর নাজিম আলী স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মামুনুর রহমান, যুগিরখীল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদ বিন গফুর মজুমদার, আব্দুর রহিম মানবিক সংগঠন স্বপ্নপুরন ফাউন্ডেশনের মোশাররফ হোসেন, পাঁচরা জনকল্যান সংস্থার নুর মোহাম্মদ সুমন,আপন ব্লাড ডোনেশনের,রাসেল আহম্মেদ ,সোহেল ,আমান ,চিওরা ব্লাড ডোনেশন নয়ন ভিডি ক্লিন কুমিল্লার মুসলেম উদ্দিন, চৌদ্দগ্রাম সরকারী কলেজ হেল্পসোসাইটির সিয়াম সহ ভিবিন্ন মানবিক সংগঠনের প্রতিনিধি ও সংগঠনের সেচ্ছাসেবীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন কালিকাপুর ব্লাড ডোনেশন ক্লাবের পরিচালক সদস্য. হাফিজ আহম্মেদ নাঈম,জাকির হোসেন, মাহাদী হাসান, সিহাব খান,সোরহান ইসলাম সোহেল, আশফাকুল হাসান রাফি, আব্দুর রহমান,ওমর ফারুক, হাফেজ শরিফুল ইসলাম, সোহাগ ইবনে রিমন, সামিউল আলিম, ফরহাদ হাজারী, মো:সবুজ, সাকিব মাহমুদ, ফাহাদ খান, মো: হাসান, আকিব হোসেন সাজিদ, রাকিব আহমেদ, আফরোজা আফরিন, নাহিদা ইসলাম সহ সকল সদস্যবৃন্দ।