বাংলাদেশ, বুধবার, এপ্রিল ২৩, ২০২৫

যে কোনো দুর্নীতির সংবাদ প্রকাশ করতে পারবেন সাংবাদিকরা এটা তাদের সাংবিধানিক অধিকার : হাইকোর্ট

স্বপ্নের বাংলাদেশ বার্তাকক্ষ

স্বপ্নের বাংলাদেশ বার্তাকক্ষ

published: 29 March, 2025, 08:36 AM

যে কোনো দুর্নীতির সংবাদ প্রকাশ করতে পারবেন সাংবাদিকরা এটা তাদের সাংবিধানিক অধিকার : হাইকোর্ট

দুর্নীতি বিষয়ক তথ্য সংগ্রহের ক্ষেত্রে সাংবাদিকরা  যে কোনো সরকারি, বেসরকারি অফিসে যেতে পারবে এবং সাংবাদিকরা যে কোন দুর্নীতির সংবাদ প্রকাশ করতে পারবে এটা সাংবাদিকদের সাংবিধানিক  অধিকার এবং এই অধিকার তাদের থাকবে।

রায় দিলেন, হাইকোর্ট বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। 

রায়ে আরো বলা হয়, কোনো সাংবাদিক তার নিউজের তথ্যের সোর্স কারো কাছে প্রকাশ করতে বাধ্য নয় , জাতিসংঘের কনভেনশনেও এটা বলা আছে বলে রায়ে উল্লেখ করা হয় ।

তবে হলুদ সাংবাদিকতার বিষয়ে সতর্ক থাকতে হবে। কেউ যদি মনে করে কোনো সংবাদে তিনি বিক্ষুব্ধ। তবে সংক্ষুব্ধ ব্যক্তি প্রেস কাউন্সিলে যেতে পারবেন আদালতে সাংবাদিকদের বিচার করার ক্ষমতা রাখেন না বলেও জানানো হয়।

National