এরই জের ধরে বিবাদী সোলায়মান হোসেন মিলন ক্ষিপ্ত হয়ে সে প্রায় প্রতিদিন বাদীপক্ষ(জয়নব) পরিবারের সাথে অনবরত ঝগড়া-বিবাদে লিপ্ত হতো। বিবাদী পক্ষ এলাকায় দুর্ধর্স প্রকৃতির হওয়ায় কেউ এর প্রতিবাদ করতে পারতো না। এ নিয়ে বাদীপক্ষ(জয়নব) এলাকার গণ্যমান্য ব্যাক্তিদের জানালে,তাকে সতর্ক করে দেন এলাকাবাসী। কিন্ত তাতে সে ক্ষান্ত হয়নি। সে তার সঙ্গীয় লোকদ্বারা গত ২৭ মার্চ/২০২৫ দিবাগত আনুমানিক রাত ২ টার দিকে বাদীপক্ষের নিজস্ব মাছের ঘেরে হামলা চালিয়ে প্রায় ৫ লক্ষাধিক টাকার মাছ চুরি করে পালিয়ে যায়।
এ ক্ষেত্রেও বিবাদীপক্ষগণ এলাকায় পেশীশক্তিবলে বাদীপক্ষকে বিভিন্ন ভাবে ভয়-ভিতি প্রদর্শণ করে আসছে। যারফলে বাদীপক্ষ ভীতসন্ত্রস্থ হয়ে বাড়ীছাড়া হয়ে পড়েছে। বিচারপ্রার্থী হয়ে থানা কর্মকর্তার দ্বারস্থ হয়েছেন বাদীপক্ষ(জয়নব) পরিবারের সদস্যরা।
এ সংক্রান্ত বিষয়ে জানতে শার্শা থানায় যোগাযোগ করা হলে সেখানকার অফিসার ইনচার্জ(ওসি) মো.রবিউল ইসলাম জানান,অভিযোগনামা পেয়েছি,তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।